সাজেদুল ইসলাম, সৌদি আরব: স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি মক্কা সেীদি আরব । গতকাল রাতে স্থানীয় একটি হোটেল অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
সংগঠের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ সবুজ এর পরিচালনায় অনুষ্ঠান সভাপতিত্বে করেন বঙ্গবন্ধু পরিষদ এর সভাপতি হাবিবউল্লাহ সওদাগর । প্রধান অতিথি ছিলেন : মক্কা আওয়ামী ফাউন্ডেশন সভাপতি বেলাল পাটুয়ারী
প্রধান বক্ত : মক্কা বঙ্গবন্ধু পরিষদ এর সাধারণত সম্পাদক রাশেদ লতিফ । বক্তব্য রাখেন : ইব্রাহিম চৌধুরী বিল্লু,মফিজুর রহমান মফিজ,রবিউল আলম রবি,শাহেদুল ইসলাম মিয়াজি,আনসারুল করিম, সাইদুল ইসলাম, ফজলুল কাদের চেীধুরী, মোহাম্মদ শফি, কাসেদুর রহমান,শমসের আলম সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মিরা ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু হত্যাকান্ড ছিল স্বাধীনতাবিরোধী চক্রের অত্যন্ত সুপরিকল্পিত অভ্যুত্থান। উদ্দেশ্য ছিল রাষ্ট্রক্ষমতা দখল। মাননীয় প্রধান মন্ত্রী ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এগিয়ে চলছেন, বাংলাদেশকে বিশ্ব দরবারে সম্মানের জায়গায় নিয়েছেন, সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরে বঙ্গবন্ধু সহ পরিবারের নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সেীদি আরবে জাতির পিতার ৪৬ তম শাহাদাত বার্ষিকীতে মক্কা বঙ্গবন্ধু পরিষদের দোয়া মাহফিল
আজনিউজ২৪ :
0 Views