স্পোর্টস ডেস্ক: রোমাঞ্চকর ফাইনালে সেন্ট লুসিয়াকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শিরোপা জিতল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। বোলার থেকে ব্যাটসম্যান হয়ে ওঠা জয়ের নায়ক ডমিনিক ড্রেকস এদিন খেলেন ২৪ বলের ৪৮ রানের ইনিংস। গেইল-লুইসদের ব্যর্থতার দিনে এই ইনিংসে ভর করে ম্যাচের শেষ বলে জয়ের বন্দরে পৌঁছায় দলটি।
ফাইনালে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান করে সেন্ট লুসিয়া কিংস। দলটির হয়ে যৌথভাবে ৪৩ রান আসে রাকিম কর্নওয়াল ও রস্টন চেজের ব্যাট থেকে। এ ছাড়া কিমো পল খেলেছেন ২১ বলে ৩৯ রানের ইনিংস। দুটি করে উইকেট নিয়েছেন ফাওয়াদ আহমেদ ও নাসিম শাহ।
জবাবে খেলতে নেমে শুরুতেই বোল্ড হন ক্রিস গেইল। চেজের বলে শুন্য রানেই সাজঘরে ফেরেন এই ওপেনার। ৬ বলে ৬ করে ফেরেন আরেক ওপেনার এভিন লুইসও। দুই ওপেনারকে হারিয়ে চাপে পরে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। সেখান থেকে বিপর্যয় সামাল দেয় জশুয়া ডি সিলভা-রাদারফোর্ড জুটি। সিলভা ৩৭ এ আর রাদারফোর্ড থামেন ২৫-এ।
দলীয় ৭৫ রানের মধ্যে এই দুজনের বিদায়ে ফের চাপে পড়ে সেন্ট কিটস। শেষ ৬ ওভারে তাদের প্রয়োজন পড়ে ৬৫ রান। সেখান থেকেই চোখধাঁধানো সব শটের মহড়ায় দলকে জয়ের দিকে এগিয়ে নেন ড্রেকস। ম্যাচের ফলাফল নিষ্পত্তি হয় ইনিংসের শেষ বলে। উইলিয়ামস ইয়র্কারে যখন জয়সূচক রানটি করেন সেই ড্রেকস-ই। সেন্ট লুসিয়া কিংসের হয়ে ওয়াহাব রিয়াজ দুটি উইকেট নিয়েছেন। এ ছাড়া আলজারি জোসেফ, চেজ, ডেভিড ভিসে এবং কেসরিক নিয়েছেন একটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
সেন্ট লুসিয়া কিংস ১৫৯/৭ (২০ ওভার) (কর্নওয়াল ৪৩, চেইস ৪৩; ফাওয়াদ ৪-০-৩২-২)
সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রয়টস ১৬০/৭ (২০ ওভার) (ড্রেকস ৪৮*; চেইস ৩-০-১৭-১)।
ম্যান অব দা ম্যাচ: ডমিনিক ড্রেকস।
ম্যান অব দা টুর্নামেন্ট: রোস্টন চেইস (৪৪৬ রান, ১০ উইকেট)