বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বৃহস্পতিবার গভীর রাতে প্রায় সাড়ে ৯ কোটি মাইল দূরের সূর্য থেকে ছুটে এসে পৃথিবীর উপর হামলা চালিয়েছে ভয়ঙ্কর শক্তিশালী সৌরঝড়। রোববারও এমন সৌরঝড় হানা দিতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। কলকাতার বিজ্ঞানীদের দেয়া পূর্বাভাষ অনুযায়ী, সৌরঝলকের সঙ্গে রোববার পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের উপর আছড়ে পড়তে পারে আরেক ধরনের সৌরঝড় ‘করোনাল মাস ইজেকশান (সিএমই)’।
এই সৌরঝড়ের আঘাতে ঝনঝন করে কেঁপে উঠবে পৃথিবীর চার পাশে থাকা চৌম্বক ক্ষেত্র। দুই মেরুতে আরও উজ্জ্বল হয়ে উঠতে দেখা যাবে মেরুজ্যোতি বা অরোরা। এর প্রভাবে কিছুক্ষণের জন্য হলেও বিপর্যস্ত হয়ে পড়তে পারে গোটা ভারতীয় উপমহাদেশ, দক্ষিণ মেরু, উত্তর আমেরিকা, ইউরোপ ও উত্তর মেরুর যাবতীয় রেডিও যোগাযোগ ব্যবস্থা। ক্ষতিগ্রস্ত হতে পারে বিশ্বের একাংশের বিদ্যুৎ সংযোগ ব্যবস্থাও। ব্যাহত হতে পারে জিপিএস-মোবাইল-বিদ্যুৎ পরিষেবাও।
সৌরঝড়টি আছড়ে পড়ার ফলে ইতিমধ্যেই বাংলাদেশ সময় বৃহস্পতিবার গভীর রাতে আমেরিকার একাংশে এক ঘণ্টার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে রেডিও যোগাযোগ ব্যবস্থা। কলকাতার বাঙালি বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী শনিবার গভীর রাতের মধ্যে পৃথিবীর দিকে ধেয়ে আসতে চলেছে আরও একটি শক্তিশালী সৌরঝড় যার নাম সিএমই।
বিজ্ঞানী দিব্যেন্দু জানান, সৌরঝড়টির প্রভাবে উত্তর আমেরিকা তো বটেই, গোটা ভারতীয় উপমহাদেশ, দক্ষিণ মেরু, ইউরোপ ও উত্তর মেরুর যাবতীয় রেডিও যোগাযোগ ব্যবস্থাও পড়বে বিপদের মুখে। ক্ষতিগ্রস্ত হতে পারে বিশ্বের একাংশের বিদ্যুৎ সংযোগ ব্যবস্থাও। ক্ষয়ক্ষতির ধাক্কা সইতে হতে পারে পৃথিবীর বিভিন্ন কক্ষপথে থাকা কৃত্রিম উপগ্রহগুলির অত্যন্ত প্রয়োজনীয় যন্ত্রাংশগুলিকেও।