
এ ঘটনায় বিএনপিপন্থী চার আইনজীবীকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। বাকি দুজনকে ৬ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়।
হাইকোর্ট বলে, সারাদেশের মানুষ উচ্চ আদালতের দিকে তাকিয়ে থাকে, সেখানে এমন ঘটনা দুঃখজনক।
গত ১৮মে সুপ্রিম কোর্ট বারের সম্পাদক পদ দখলের অভিযোগ তুলে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা-কর্মীরা। একপর্যায়ে বারের দ্বিতীয় তলায় বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের মধ্যে মারামারি ও হাতাহাতির ঘটনা ঘটে।