স্পোর্টস ডেস্ক: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শারজাহতে এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪ টায়। দুই দলই কোয়ালিফায়ার পর্বের বাধা পেরিয়ে আসায় এ ম্যাচে সমানে-সমান লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।
তিনে তিন জয় নিয়ে সুপার টুয়েলভে এসেছে লঙ্কানরা। অন্যদিকে স্কটল্যান্ডের বিপক্ষে হোঁচট খেয়ে শুরু করা টাইগাররা ঘুরে দাঁড়িয়েছে পরের দুই ম্যাচে। অবশ্য ১১ দিন আগেই এই দুই দল মুখোমুখি হয়েছিল। গা গরমের সেই ম্যাচে বাংলাদেশকে ৪ উইকেটে হারায় শ্রীলঙ্কা।
এখন পর্যন্ত লঙ্কানদের বিপক্ষে মোট ১১ ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানে ৭ হারের বিপরীতে টাইগাররা জয় পেয়েছে মাত্র ৪ ম্যাচে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়েছিল একবারই। সে ম্যাচেও হেরে যায় লাল-সবুজের দল।
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক মাহমুদউল্লাহ রিয়াদ। ১০ ম্যাচে ৩৭.২৮ গড় ও ১৪৬.৬২ স্ট্রাইক রেটে ২৬১ রান করেছেন তিনি। নয় ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ২৩৯ রান করেছেন মুশফিকুর রহিম। তৃতীয় সর্বোচ্চ ১৬১ রান করা তামিম ইকবাল অবশ্য নেই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে।
বোলিংয়ে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে সফল মুস্তাফিজুর রহমান। ৭ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন তিনি। সমান ম্যাচ খেলে এক উইকেট কম নিয়ে দুইয়ে আছেন সাকিব। ৬ ম্যাচ খেলে ৯ উইকেট নিয়ে তিনে আছেন মাশরাফি বিন মুর্তজা।