সারাদেশ ডেস্ক, সুনামগঞ্জ, এইউজেডনিউজ২৪: সুনামগঞ্জে আলোচিত শিশু তুহিন হত্যা মামলায় তার বাবা ও চাচাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমাবার আসামিদের উপস্থিতিতে চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ ওয়াহিদুজজামান শিকদার। দণ্ডপ্রাপ্তরা হলেন- তুহিনের বাবা আব্দুল বাছির ও চাচা নাছির উদ্দিন। তবে অপর দুই চাচা মাওলানা আব্দুল মোছাব্বির ও জমসেদ আলীকে খালাস দেয়া হয়েছে। একই মামলায় গত ১০ মার্চ জেলার শিশু আদালতের বিচারক মো. জাকির হোসেন তুহিনের চাচতো ভাই কিশোর আসামি শাহরিয়ারকে ৮ বছরের আটকাদেশ দেন।
আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ১৩ অক্টোবর দিবাগত রাতে কেজাউড়া গ্রামের প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য ঘুম থেকে তুলে নিয়ে গিয়ে নিমর্মভাবে হত্যা করে মৃত তুহিনের লাশ বাড়ির পাশে একটি কদম গাছে ঝুলিয়ে রাখে আসামিরা। তারা শিশু তুহিনের কান, পুরুষাঙ্গ কেটে পেটে প্রতিপক্ষের নাম লেখা দুটি চাকু ঢুকিয়ে রাখে। এ ঘটনায় নিহত তুহিনের মা বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু তাহের মোল্লা তদন্ত শেষে বাবা, চাচা ও ভাইসহ ৫ আসামির বিরুদ্ধে ২০১৯ সালের ৩০ ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করে। ওই মামলায় ২৭ জন স্বাক্ষী আদালতে স্বাক্ষ্য প্রদান করেন এবং মামলায় দুই আসামি চাচা নাছির উদ্দিন ও চাচাতো ভাই শাহরিয়ার আদালতে হত্যা কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।
প্রসঙ্গত, পূর্ব শত্রুতা ও মামলার জের ধরে কেজাউড়া গ্রামের প্রতিপক্ষ ছালাতুল ও তুহিনের চাচা আব্দুল মচ্ছবিরদের সাথে দীর্ঘ দিন ধরে গ্রাম্য বিরোধ চলছিল। এ কারণে প্রতিপক্ষকে ফাঁসতে তুহিনের বাবা, চাচা ও ভাই তাকে নির্মমভাবে হত্যা করে। সূত্র : ইউএনবি