স্পোর্টস ডেস্ক, আজনিউজ২৪: বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজে শীর্ষ ক্রিকেটারদের বিশ্রাম ও ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর ভাবনা ছিল নিউজিল্যান্ডের। তবে দলের সেরা ব্যাটসম্যান ও অধিনায়ক কেন উইলিয়ামসনকে নিয়ে সেসবের প্রয়োজন পড়ছে না। কনুইয়ের চোটে পড়ে সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। ফলে ওয়ানডে ও টি-টোয়েন্টি, দুটি সিরিজেই থাকছেন না কিউই অধিনায়ক।
কিউইদের সব ফরম্যাটের অধিনায়কের বাঁ কনুইয়ের টেন্ডনে সামান্য ফাটল ধরেছে। নিউজিল্যান্ড ক্রিকেটের মেডিক্যাল ম্যানেজার ডাইল শ্যাকেল নিশ্চিত করেছেন, উইলিয়ামসন এই গ্রীষ্ম মৌসুমটা চোট নিয়ে কাটিয়ে দিয়েছেন। তবে তার থেকে কোনো উন্নতি হয়নি। কারণ এক নির্দিষ্ট সময়ের জন্য তার বিশ্রাম ও পুনর্বাসন দরকার ছিল।
তিনি বলেন, ‘কেন দীর্ঘদিন ধরে কনুইয়ের চোটের সঙ্গে লড়ছেন এবং দুর্ভাগ্যবশত এর কোনো উন্নতি হয়নি। আমাদের বিশ্বাস, চোট থেকে সেরে ওঠার জন্য তার নির্দিষ্ট সময়ের জন্য বিশ্রাম ও পুনর্বাসন দরকার।’
তবে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড আশা করছেন, ওয়ানডেতে না হলেও টি-টোয়েন্টি সিরিজে খেলবেন উইলিয়ামসন। কিউই কোচের ভাষ্য, ‘উইলিয়ামসন দেশের জন্য খেলতে ভালোবাসে। তাই তার জন্য সরে দাঁড়ানোর সিদ্ধান্ত সহজ ছিল না।’
তিনি আরো বলেন, ‘যেকোনো ব্যাটসম্যানের সামনের কনুই ব্যাটিংয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু ইনজুরিটা সারছিল না, তাই কিছু একটা করার প্রয়োজন ছিল। চলতি বছর কী পরিমাণ ব্যাটিং করেছে উইলিয়ামসন, দেখুন। হয়তো এ কারণেই ইনজুরির ঝুঁকিটা বেড়েছে।’
সম্পূর্ণ বিশ্রামের পর ব্যাট হাতে ফিরতে প্রায় ১০-১২ দিন লেগে যাবে উইলিয়ামসনের। তার জায়গায় সুযোগ পেতে পারেন বাঁহাতি ব্যাটসম্যান ডেভন কনওয়ে। আর অধিনায়কত্বের ভার পড়তে পারে টম লাথামের কাঁধে।
নিউজিল্যান্ড-বাংলাদেশের তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ২০ মার্চ, ডানেডিনে।
সূত্র: কালের কণ্ঠ