চট্টগ্রাম প্রতিনিধি: সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর সঙ্গে এবার যোগ দিয়েছে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল। সকাল থেকে দলটি কাজ শুরু করেছে।
এ বিষয়ে সেনাবাহিনী-১ ব্যাটালিয়নের অধিনায়ক মনিরা সুলতানা বলেন, সেনাবাহিনীর একটি ইঞ্জিনিয়ার্স দল এ কাজে যোগ দিয়েছে। সঙ্গে আরও একটি দল আছে। মূলত এই ডিপোতে কেমিক্যাল সমুদ্রে ফেলার জন্য দুটো পথ আছে সেই দুটো পথকে বন্ধ করার জন্য শুরুতে আমরা কাজ করব।
এদিকে এ ডিপোতে কী কারণে আগুন লেগেছে সে বিষয়ে কিছু বলতে পারেননি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
তিনি বলেন, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে। আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৬ জনের মৃত্যুর হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে প্রায় দুই শতাধিক।
শনিবার (৪ জুন) দিবাগত রাতে ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধসহ আহত হয়েছেন দুই শতাধিক। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের কমপক্ষে ২১ জন কর্মী। এছাড়া এক পুলিশ কনস্টেবলের পা বিচ্ছিন্নসহ অন্তত নয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।