আইন ও আদালত ডেস্ক, আজনিউজ২৪: সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে গৃহবধু গণধর্ষণ মামলার ছয় নম্বর আসামি মাহফুজুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে (২৮ সেপ্টম্বের) জেলার হরিপুর থেকে তাকে গ্রেফতার করে কানাইঘাট থানা পুলিশ। এ ঘটনায় এ পর্যন্ত এজহারভুক্ত ৫ জনসহ ৭ জনকে গ্রেফতার করা হলো। আটকৃতদের মধ্যে রনি, রাজন, আইনুলকে আজ (মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর) দুপুরে আদালতে তোলার কথা রয়েছে।
এর আগে সোমবার প্রধান আসামী সাইফুর রহমান, অর্জুন লস্কর ও রবিউলকে আদালতে হাজির করে পুলিশ। পরে শুনানি শেষে তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। উল্লেখ্য, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত পৌনে আটটা থেকে সাড়ে আটটার দিকে ধর্ষণের এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে মোট নয়জনের বিরুদ্ধে ওই তরুণীর স্বামী শাহপরান থানায় মামলা করেন। যে ছয়জনের নাম তিনি উল্লেখ করেছেন, তারা সবাই ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত।
এই ছয়জন হলেন- সাইফুর রহমান (২৮), তারেকুল ইসলাম ওরফে তারেক আহমদ (২৮), শাহ মাহবুবুর রহমান ওরফে রনি (২৫), অর্জুন লস্কর (২৫), রবিউল ইসলাম (২৫) ও মাহফুজুর রহমান ওরফে মাসুম (২৫)। সূত্র : সময় টিভি