ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: ঘোষণা ছাড়াই সিরিয়ার তেল সমৃদ্ধ কয়েকটি এলাকায় ৭৫ ট্রাক ভর্তি সেনা, অস্ত্র ও সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা এসএএনএ’এর বরাত দিয়ে এ খবর দিয়েছে ইরানি সংবাদমাধ্যম আইআরআই। সিরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ দিয়ার আজ-জোর এবং দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ হাসাখার কয়েকটি এলাকা থেকে তেলসহ প্রাকৃতিক সম্পদ লুটপাটের জন্য ওয়াশিংটন এ পদক্ষেপ নিয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।
ট্রাকগুলো সেমালকা সীমান্ত পথ অতিক্রম করে সিরিয়ার দুই প্রদেশের মার্কিন অবস্থানগুলো ট্রাকগুলো গিয়েছে।
তবে যুক্তরাষ্ট্র দাবি করেছে, তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের হামলা থেকে তেল ক্ষেত্র এবং স্থাপনা রক্ষায় এ বহর পাঠানো হয়েছে।