প্রথম ম্যাচে হারের পর এখন প্রতিটি ম্যাচই বাংলাদেশের জন্য ফাইনাল। আর একটি ম্যাচ হেরে গেলেও পুড়তে হবে সিরিজ হারের গ্লানিতে। তাতে একটা রেকর্ডও হয়ে যাবে, আফগানিস্তানের কাছে সিরিজ হারের হ্যাটট্রিক যে আর কখনো করেনি বাংলাদেশ!
প্রথম ম্যাচে দলের পারফর্ম্যান্স নিয়ে সমালোচনা হয়েছে বিস্তর। মন্থর ব্যাটিং, এরপর ছন্নছাড়া বোলিং বাংলাদেশকে হারের দুয়ারে নিয়ে গেছে। দ্বিতীয় ম্যাচে তাই বাংলাদেশ দলে আসতে পারে একাধিক পরিবর্তন।
ওপেনিং জুটি প্রথম ম্যাচে সফল হতে না পারলেও দ্বিতীয় ম্যাচে আজ সাইফ হাসান আর তানজিদ হাসান তামিমের ওপরই ভরসা রাখা হবে। আগের ম্যাচে ২ রান করলেও আজ তিনে আসবেন নাজমুল হোসেন শান্ত।
মিডল অর্ডারও খেলবে আগের ছকেই। তাওহীদ হৃদয় আসবেন, এরপর মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী। নুরুল হাসান সোহানও আজ সুযোগ পাবেন একাদশে।
আগের ম্যাচে বাংলাদেশ খেলেছিল তিন পেসার নিয়ে। তবে মাঠে নেমে দেখেছে উইকেট স্পিন সহায়ক। ম্যাচ শেষে অকপটে স্বীকার করেছিলেন অধিনায়ক মিরাজ। আজ সে ভুল করবে না বাংলাদেশ। রিশাদ হোসেন ফিরবেন একাদশে। তার সঙ্গে তানভীর ইসলাম থাকবেন স্পিন আক্রমণে।
একাদশে ফিরবেন মোস্তাফিজুর রহমান। তার সঙ্গে আরও একজন পেসার থাকবেন। সেটা তাসকিন আহমেদ হওয়ার সম্ভাবনাই বেশি।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।