স্পোর্টস ডেস্ক, এইউজেডনিউজ২৪: তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৬ রানে হারিয়ে ওয়েস্ট উইন্ডিজকে হোয়াইটওয়াশই করল শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারের শেষ বলে অলআউট হয়ে যাওয়ার সময় শ্রীলঙ্কা তুলেছিল ৩০৭ রান। জবাব দিতে নেমে এক উইকেট হাতে রেখে নির্ধারিত ওভারে ৩০১ রানে আটকে যায় উইন্ডিজ।কোনো বড় সংগ্রহ না থাকলেও কুশল মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভার জোড়া ফিফটির পাশাপাশি বাকিদের মাঝারি কিছু ইনিংসে বড় রান জমাতে পারে স্বাগতিকরা। ৪৮ বলে মেন্ডিসের ৫৫ ও ৪৭ বলে ৫১ করেন ধনঞ্জয়া।
অধিনায়ক দিমুথ করুনারত্নে ও কুশল পেরেরা রান এনেছেন, দুজনেই তুলেছেন ৪৪ রান করে। ৬৫ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিবীয়দের সেরা বোলার পেসার আলঝারি জোসেফ।
জবাবে দারুণ শুরু হয় উইন্ডিজের। দুই ওপেনার শাই হোপ ও সুনীল আমব্রিসের উদ্বোধনী জুটিতে আসে ১১১ রান। আমব্রিস ৬০ ও হোপ ৭২ করে আউট হলে হাল ধরেন নিকোলাস পুরান। বাঁহাতি ব্যাটসম্যান আউট হয়েছেন ৫০ করে।
ফিফটি পেলেও রানের চেয়ে বল একটু বেশি খরচ করে যান হোপ ও পুরান। ৭২ করতে হোপ খেলেছেন ৮৮ বল, আর পুরানের খরচ হয়েছে ৬১টি। দুজনের ২৭টি ডট বলের কারণে প্রয়োজনীয় রানরেটটা চাপ হয়ে দাঁড়ায় ক্যারিবীয়দের জন্য।
সেটার সাথে পাল্লা দিতে যেয়ে আর পেরে ওঠেনি উইন্ডিজ। ফ্যাবিয়ান অ্যালেনের ২ চার ও ৩ ছক্কায় ১৫ বলে ৩৭ শুধু আশার সলতেটা বড়ই করেছিল। শেষ পরিণতি আনতে পারেনি। অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুজ ৪ উইকেট নিয়ে সেরা।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৬ রানে হারিয়ে ওয়েস্ট উইন্ডিজকে হোয়াইটওয়াশই করল শ্রীলঙ্কা
খেলা
0 Views