স্পোর্টস ডেস্ক, আজনিউজ২৪: সিরিআ লীগে ফিওরেন্তিনাকে ৪-৩ গোলে হারালো ইন্টার মিলান। নিজেদের মাঠে শুরুতে পিছিয়ে গেলেও নতুন মৌসুমের শুরুটা জয় দিয়ে যাত্রা করলো নেরাজ্জুরিরার দল ইন্টার মিলান।
স্তাদিও গুইসেপ্পে মেয়াজ্জায় নতুন মৌসুমের প্রথম ম্যাচে মাঠে নামে ইন্টার মিলান। প্রতিপক্ষ ফিওরেন্তিনার বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলার চেষ্টা করেও ৩ মিনিটেই পিছিয়ে যায় তারা। ফিওরেন্তিনার হয়ে গোল করেন কৌয়েম। এরপর প্রথমার্ধ্বের পুরোটা সময় আর গোলের মুখ দেখেনি কেউই। অবশেষে প্রথমার্ধ্বের যোগ করা সময়ে মার্টিনেজের গোলে সমতায় ফেরে ইন্টার।
৫২ মিনিটে চেচেরিনির আত্মঘাতি গোলে লিড বাড়ায় তারা। ম্যাচের ৫৭ মিনিটে ক্যাসট্রোভিলি অতিথিদের হয়ে স্কোরশিটে নাম লেখান। পরে ৬৩ মিনিটে চিয়েসার গোলে ব্যবধান ৩-২ করে ফিওরেন্তিনা। এরপর নড়েচড়ে ওঠে ইন্টার মিলান। ম্যাচের ৮৭ মিনিটে রোমেলু লুকাকু ও ৮৯ মিনিটে ডি’অ্যামব্রোসিও-র করা গোলে জয় নিয়ে মাছ ছাড়ে অ্যান্তনিও কন্তের দল।