আইন ও আদালত ডেস্ক, এইউজেডনিউজ২৪: সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের পাস্টিকের পোস্টার না টাঙ্গানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে নতুন করে লেমিনেটেড পোস্টার উৎপাদন এবং প্রদর্শন বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি মো: মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়। এছাড়া লেমিনেটেড পোস্টার উৎপাদন ও প্রদর্শন কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, শিক্ষা সচিব, শিল্প সচিব ও স্বাস্থ্য সচিবসহ সাতজনকে রুলের জবাব দিতে বলেছে হাইকোর্ট।
১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় ঢাকা শহর ছেয়ে গেছে লেমিনেটেড পোস্টারে। পরিচ্ছন্ন সবুজ নগরী উপহার দেয়ার কথা বললেও বাস্তবিক অর্থে কেউ ভাবছেন না বিষয়টি নিয়ে।
প্লাস্টিকের ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর হলেও বৃষ্টি, কুয়াশা, আর্দ্রতা কিংবা ধুলাবালি থেকে পোস্টারগুলো রক্ষা করার জন্য তারা প্লাস্টিকের ব্যবহার করছেন।
সূত্র : এটিএন বাংলা ও সময় টিভি