স্পোর্টস ডেস্ক, আজনিউজ২৪: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফিরতি লেগে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে পিএসজি সমর্থকদের স্বস্তির খবর দিলেন মাউরিসিও পচেত্তিনো। চোটের কারণে সবশেষ ম্যাচ না খেলা দলের অন্যতম ভরসা কিলিয়ান এমবাপ্পে ফিরেছেন দলে। সবকিছু ঠিক থাকলে ম্যানচেস্টার সিটির বিপক্ষে এ তারকা ফরোয়ার্ড খেলতে পারেন বলে জানালেন পিএসজি কোচ।
চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে গত বুধবার ঘরের মাঠে সিটির বিপক্ষে ২-১ গোলে হেরে যায় পিএসজি। আগামীকাল (৫ মে) বাংলাদেশ সময় রাত ১টায় ফিরতি লেগে সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে নামবে গত আসরের রানার্সআপরা।
লিগ ওয়ানে গত শনিবার নিজেদের মাঠে লঁসকে ২-১ গোলে হারায় পিএসজি। সিটির বিপক্ষে প্রথম লেগে পায়ের পেশির চোটে পড়ায় এই ম্যাচে খেলেননি এমবাপ্পে।
সিটির বিপক্ষে প্রথম লেগে পুরো ৯০ মিনিট মাঠে থাকা এই ফরোয়ার্ড চলতি মৌসুমে দলের সর্বোচ্চ গোলদাতা। লিগে করেছেন সর্বোচ্চ ২৫ গোল, চ্যাম্পিয়ন্স লিগে গোল ৮টি। ইউরোপ সেরার আসরে এবার তার চেয়ে বেশি গোল আছে কেবল বরুশিয়া ডর্টমুন্ডের আর্লিং হলান্ডের (১০টি)।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বার্সেলোনার মাঠে এমবাপ্পে করেন হ্যাটট্রিক। আর কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের মাঠে ২২ বছর বয়সী ফরোয়ার্ড করেন জোড়া গোল।
গোল করার পাশাপাশি গোল করানোতেও দারুণ পারদর্শী এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে তার চেয়ে বেশি অ্যাসিস্ট (৩টি) আছে মাত্র চারজনের। লক্ষ্যে শট নেওয়ার তালিকায় এমবাপে (১৫টি) চতুর্থ, সুযোগ তৈরির তালিকায় পঞ্চম (২০টি)। শেষ ষোলোর প্রথম লেগে বার্সেলোনার মাঠে করেছিলেন হ্যাটট্রিক, আর কোয়ার্টার-ফাইনালের প্রথম পর্বে বায়ার্ন মিউনিখের মাঠে করেছিলেন জোড়া গোল।
অবশ্য দলে ফিরলেও সিটির বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে তার খেলা নিয়ে অনিশ্চিয়তা পুরোপুরি কাটেনি। তবে আশাবাদী পচেত্তিনো বলেন, ‘কিলিয়ানকে নিয়ে আমি আশাবাদী। প্রতিদিন তার অবস্থা মূল্যায়ন করছি; আমি মনে করি (সিটির বিপক্ষে) সে খেলতে পারবে’।
উল্লেখ্য, সিটির বিপক্ষে পিএসজির পরিসংখ্যান আশানুরূপ নয়। ইউরোপিয়ান প্রতিযোগিতায় চার ম্যাচে সিটির বিপক্ষে নেই কোনো জয়; দুটি করে ড্র ও হার। এর চেয়ে পিএসজির লম্বা জয় খরা কেবল জুভেন্টাসের বিপক্ষে, আট ম্যাচ খেলে জেতেনি কখনোই।