সিঙ্গাপুরের জিলান বাসার স্টেডিয়ামে স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ। রোববার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ৩-০ গোলের জয় পায় ছোটনের শিষ্যরা। এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান চ্যাম্পিয়নশীপ বাছাইয়ের পরবর্তী রাউন্ডে খেলতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের।
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের ২২ মিনিটে প্রথম লিড পায় বাংলাদেশ। পেনাল্টি থেকে গোল করে বাংলাদেশকে লীড এনে দেন সুরভী আকন্দ প্রীতি।