এই বছর পাঁচেক আগেও মোহামেদ সালাহর পরিচয় ছিল আর দশজন ফুটবলারের মতোই। তবে সেই সালাহকে রোমা থেকে এনে বৈশ্বিক পরিচিতি পাওয়ার মঞ্চ তৈরি করে দিয়েছে লিভারপুলই। তিনিও লিভারপুলকে দিয়েছেন দু’হাত ভরে। সেই সালাহ এখন আছেন ক্লাবটির সঙ্গে চুক্তি শেষ হওয়ার খুব কাছে।
এমন পরিস্থিতিতে এসে ক্লাব ছাড়ার কোনো ইচ্ছাই নেই তার। লিভারপুলেই নতুন চুক্তি পাওয়ার আশা তার। তবে, বিষয়টা যে তার হাতেও নেই সেটাও জানালেন তিনি।
২০১৭ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে তিনি দলকে জিতিয়েছেন একটি চ্যাম্পিয়ন্স লিগ, একটি উয়েফা সুপার কাপ, একটি প্রিমিয়ার লিগ শিরোপা। অল রেডদের দীর্ঘ শিরোপাখরা মেটাতেও বড় অবদান রেখেছেন তিনি।
তাতেই শেষ কয়েক বছরে সালাহ পেয়ে গেছেন তারকাখ্যাতি। লিভারপুল থেকে পাচ্ছেনও বড় অঙ্কের বেতন। প্রতি বছর প্রায় ১ কোটি ২০ লাখ ইউরো আয় করেন তিনি। নতুন চুক্তিতে তাকে রাজি করাতে হলেও নিজেদের ক্লাব ইতিহাসের সবচেয়ে লোভনীয় প্রস্তাবটাই দিতে হবে ক্লাবটিকে।
নতুন চুক্তির আলাপ শেষ কয়েক মাস ধরেই চলছে, যাতে কোচ ইয়ুর্গেন ক্লপও যোগ দিয়েছেন শুরু থেকেই। তবু নতুন চুক্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত আসতে পারছে না দুই পক্ষ। এর মাঝে ভার্জিল ফন ডাইক, অ্যালিসন বেকার, জর্ডান হেন্ডারসন, ট্রেন্ট অ্যালেক্সান্ডার আর্নল্ড, অ্যান্ড্রু রবার্টসন, ফাবিনিওদের চুক্তি নবায়ন করে ফেলেছে ক্লাবটি।
তবে সালাহ জানালেন, ক্লাবের কাছে তিনি মোটেও পাগলাটে কোনো কিছু চাইছেন না তিনি। বললেন, ‘আমি থাকতেই চাই। কিন্তু এটা মোটেও আমার হাতে নেই। তারা জানে আমি কী চাই। আমি মোটেও পাগলাটে কোনো কিছু চাইছি না।সালাহ মনে করেন, ২০১৭ সাল থেকে দলকে যা দিয়েছেন তিনি, তারই একটা প্রতিফলন থাকবে চুক্তিতে। তিনি বলেন, ‘যখন আপনি কিছু চান, তারাও আপনাকে দেখান যে তারা কী দিতে পারবেন। কারণ আপনি ক্লাবের জন্য যা করেছেন তার গুনগ্রাহী তারা। আমি এখানে পাঁচ বছর ধরে আছি। ক্লাবটাকে ভালো করে চিনি আমি। ভক্তদের ভালোবাসি। আমি জানি তারা আমাকে ভালোবাসেন। কিন্তু প্রশাসন এখন একটা নতুন পরিস্থিতিতে আছে, এটা এখন তাদের হাতে আছে।’