বলিউডের ‘টাইগার’ সালমান খান—তিন দশকের ক্যারিয়ারে সুপারহিট ছবির পাশাপাশি অটল থেকেছেন এক বিশেষ নিয়মে—পর্দায় কখনও ‘লিপ কিস’ নয়। বহুবার সহ-অভিনেত্রীর সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করলেও, ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুমু খেতে দেখা যায়নি তাঁকে।
তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক পুরনো ছবি এই নিয়ম নিয়ে প্রশ্ন তুলেছে। ছবিতে করিশ্মা কাপুরের সঙ্গে এক ঘনিষ্ঠ মুহূর্তে ধরা পড়েছেন সালমান। নেটিজেনদের কেউ বলছেন—“এটা চিবুকে চুমু, ঠোঁটে নয়।” আবার কেউ ধারণা করছেন, “হতে পারে অসাবধানতাবশত।” অন্যরা লিখেছেন, “ওদের আবার একসঙ্গে দেখতে চাই।”
করিশ্মার সঙ্গে জুড়ওয়া, বিবি নং ১, হম সাথ সাথ হ্যায় সহ সাতটি ছবিতে জুটি বেঁধেছেন সালমান। কিন্তু গুঞ্জন আছে, টাইগার জিন্দা হ্যায় ছবিতে প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফকে অনস্ক্রিন চুমু খাওয়ার জন্য নির্মাতারা চাপ দিলেও, তিনি রাজি হননি। পরিচালক আলি আব্বাস জাফর নাকি বোঝানোর চেষ্টা করলেও, সালমান দৃঢ়ভাবে প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং দৃশ্যটি শেষমেশ বাদ দেওয়া হয়।