বিনোদন ডেস্ক, এইউজেডনিউজ২৪: করোনা ভাইরাসকে উপেক্ষা করে বক্স অফিস মাত করে চলেছে টাইগার শ্রফ অভিনীত বহুল আলোচিত ছবি ‘বাঘি থ্রি’। আর তাই ‘বাঘি’ ফ্র্যাঞ্জাইজি হাজির হতে যাচ্ছে এর চতুর্থ কিস্তি নিয়ে!
সারা বিশ্ব জুড়ে ‘বাঘি থ্রি’ মুক্তি পেয়েছে প্রায় সাড়ে ৫ হাজার প্রেক্ষাগৃহে! এরমধ্যে শুধুমাত্র ভারতেই ৪৪০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি! সম্প্রতি এক সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন ছবির পরিচালক আহমেদ খান।
টাইগার ছাড়াও ‘বাঘি থ্রি’তে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর, রীতেশ দেশমুখসহ আরো অনেকেই। ছবিটির শুটিং হয়েছে ইরান ও সিরিয়ার বেশ কিছু অংশে।
১০০ কোটি রুপি বাজেটের ‘বাঘি থ্রি’ ছবিটি মুক্তির পাঁচ দিনে এখন পর্যন্ত আয় করেছে ৭৫ কোটি রুপিরও বেশি। যা চলতি বছর মুক্তি প্রাপ্ত প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি আয় করা অজয় দেবগণের ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়ার’-এর পরেই অবস্থান করছে।
সেক্ষেত্রে ‘বাঘি থ্রি’ এর এই সাফল্য নিয়ে ছবিটির পরিচালক আহমেদ খানের কাছে তার অনুভূতি কথা জানতে চাইলে তিনি এক সাক্ষাতকারে জানান যে, দর্শকরা আমার কাজকে ভালবাসে এটাই আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। ‘বাঘি টু’ এর সাফল্যের পর এর তৃতীয় কিস্তির নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা। এবার যদি ‘বাঘি থ্রি’ ও সাফল্যের মুখ দেখাতে পারে তবে এর চতুর্থ কিস্তিও নির্মাণ করবো। সেক্ষেত্রে ছবিটির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার একটি বড় ভূমিকার প্রয়োজন।
এছাড়াও তিনি আরো জানান, ‘বাঘি থ্রি’র সাফল্যের অন্যতম আরেকটি কারণ এর অভিনেতা টাইগার শ্রফ। কারণ অ্যাকশনে ভরপুর এই ছবিটির জন্য টাইগারের চেয়ে অন্য কেউই ভালো করতে পারতো না। দর্শকরাও প্রথম কিস্তি থেকেই তাকে দেখেই অভ্যস্ত হয়ে পড়েছে। ফলে এর চতুর্থ কিস্তি নির্মাণ হলে তাতেও টাইগারের দেখা মিলবে।