ইন্টারন্যাশনাল ডেস্ক: সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ করোনায় শনাক্ত হয়ে নতুন করে মৃত্যু হয়েছে ৭ হাজার ৪১৮ জনের। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ লাখ ৮২ হাজার ২৪৪ জনে। সেই সাথে বিশ্বব্যাপী করোনাভাইরাস কিছুটা নিয়ন্ত্রণে আসলেও মৃত্যু ও শনাক্তের সংখ্যা থেমে নেই।
একই সময়ে করোনা ভাইরাসে নতুন শনাক্ত হয়েছেন ৫ লাখ ৪৩ হাজার ৮১৯ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা হলো ২৫ কোটি ৮৯ লাখ ৮৮ হাজার ৪৪৭ জন।
বুধবার (১৪ নভেম্বর) সকাল সোয়া ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।
বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪ কোটি ৮৮ লাখ ৩৪ হাজার ১৫১ জন। আর মৃত্যু হয়েছে ৭ লাখ ৯৬ হাজার ২০৮ জনের।
আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৪৫ লাখ ৩৩ হাজার ৪৭৩ জন। এছাড়া মারা গেছেন ৪ লাখ ৬৬ হাজার ১৪৭ জন।
মৃত্যুতে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে শনাক্ত হয়েছেন ২ কোটি ২০ লাখ ৩০ হাজার ১৮২ জন। আর মারা গেছেন ৬ লাখ ১৩ হাজার ৬৬ জন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা শনাক্ত হয়। দেশটিতে প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। এরই মাঝে অব্যাহতভাবে টিকাদান চালিয়ে যাচ্ছে বিশ্বের প্রায় সব দেশ। কোনো কোনো দেশ টিকার বুস্টার ডোজ দেয়াও শুরু করেছে।