ইন্টারন্যাশনাল ডেস্ক: সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৩৬৭ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ লাখ ৪৪ হাজার ৪৬৪ জন। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬ হাজার ৯৮৫ জন। সবমিলিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ কোটি ৯৩ লাখ ৮ হাজার ৬১৪ জনে। শুক্রবার (৫ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ২৪ জন। আর মারা গেছেন ১ হাজার ১৪৯ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৭১ লাখ ৮৭ হাজার ২৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৭ লাখ ৭২ হাজার ৩১৫ জন। বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে রাশিয়া। দেশটিতে নতুন করে মারা গেছেন ১ হাজার ১৯৫ জন। আর নতুন করে সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ২১৭ জন।
মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৮৬ লাখ ৭৩ হাজার ৮৬০ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৪৩ হাজার ২৫৫ জনের। যুক্তরাজ্যে গত একদিনে সংক্রমণ বাড়লেও কমেছে প্রাণহানি। দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৭ হাজার ২৬৯ জন। আর মারা গেছেন ২১৪ জন।
মহামারির শুরু থেকে এই দেশটিতে এ পর্যন্ত ৯২ লাখ ৮ হাজার ২১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১ লাখ ৪১ হাজার ৩৯৫ জন। করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১১ জন। নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৩৫২ জন।
দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৮ লাখ ৪৯ হাজার ১৩৭ জন। আর মৃত্যু হয়েছে ৬ লাখ ৮ হাজার ৭১৫ জনের। করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। যদিও ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২১৪ জন। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৬৫ জন। করোনায় দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৩ লাখ ৩২ হাজার ৪০৭ জন। আর মারা গেছেন ৪ লাখ ৫৯ হাজার ৮৭৫ জন।