ইন্টারন্যাশনাল ডেস্ক: সারাবিশ্বে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮১ হাজার ১৯২ জন এবং মৃত্যু হয়েছে ৫ হাজার ৬৩০ জনের।
এর আগের দিন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ৯৬ হাজার ৪২০ জন এবং মৃত্যু ছিল ৫ হাজার ৬৮৮ জনের। এতে একদিনের ব্যবধানে করোনাভাইরাসে বিশ্বে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে।
বৈশ্বিক করোনাভাইরাসের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে বুধবার সকালে (২৯ সেপ্টেম্বর) এ তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী বিশ্বে এখন পর্যন্ত করোনায়ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭ লাখ ৬৪ হাজার ২৭৭ জন। এবং শনাক্ত হয়েছেন ২৩ কোটি ২৭ লাখ ১৫ হাজার ৫৫৩ জন।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে ৮৪ হাজার ৫০৬ জন আক্রান্ত এবং ৮১৩ জনের মৃত্যু হয়েছে।
এরপর মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে ২৪ ঘণ্টায় মৃত্যুর হয়েছে ৮০৫ জনের। এছাড়া শনাক্তের সংখ্যা ২২ হাজার ৪৯৮ জন।
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে ২৭৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া শনাক্তের সংখ্যা ২৭ হাজার ২২ জনের। করোনাভাইরাসের শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৭ হাজার ২২৫ জনের। এবং শনাক্ত ৩ কোটি ৩৬ লাখ ৭৮ হাজার ২৪৩ জন।
গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৭২ হাজার ১৭৩ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থের সংখ্যা ৩ কোটি ৩২ লাখ ৫২ হাজার ৩০২ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান থেকে করোনারভাইরাস ছড়িয়ে পড়ার পর ২০২০ সালের মার্চে করোনাভাইরাসকে মহামারি হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।