ইন্টারন্যাশনাল ডেস্ক: সারাবিশ্বে কোভিড-১৯ করোনার প্রকোপ আবার বৃদ্ধি পেতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ৩ হাজার ৬১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৪১ হাজার ৬৮৩ জন।
এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ কোটি ১০ লাখ ২০ হাজার ৩৯৯ জন। আর মোট মৃত্যুর সংখ্যা ৫৪ লাখ ১৭ হাজার ৬৬৫ জন।
বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) এ তথ্য জানা গেছে।
গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৪ হাজার ৪২০ জন। এ নিয়ে মোট সুস্থ্যতার সংখ্যা দাঁড়াল ২৫ কোটি ৪ লাখ ৩৮ হাজার ১৪ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়াতে। দেশটিতে নতুন করে ৯৬৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ২৩ হাজার ৭২১ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২১৮ জন। আর মোট শনাক্তের সংখ্যা ১ কোটি ৩ লাখ ৯২ হাজার ২০ জন।
ভারতে গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩১৫ জনের। এ সংখ্যা নিয়ে ভারত দ্বিতীয় অবস্থানে রয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৫৩১ জনের। এ নিয়ে ভারতে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৯৯৭ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লাখ ৯৩ হাজার ৩৩৩ জন।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে ১ লাখ ৭১ হাজার ৭৯৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ২৪০ জনের।
গত একদিনে শনাক্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে নতুন করে ১ লাখ ৭ হাজার ৪৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের ঊর্ধ্বমুখী লক্ষ্য করা গেছে রাশিয়া, ফ্রান্স, স্পেন, ইতালি ও কানাডাতে।