ইন্টারন্যাশনাল ডেস্ক: সারাবিশ্বে একদিনে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে মৃত্যু হয়েছে ৭ হাজার ৭০৩ জনের। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫১ লাখ ৩০ হাজার ৩৭ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫ লাখ ১২ হাজার ৮২৪ জন। এতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ কোটি ৫০ লাখ ৯৫ হাজার ১৬৪ জন।
বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) এ তথ্য জানা গেছে।
গত এক দিনে বিশ্বে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছে ৪ লাখ ৪০ হাজার ৫৩২ জন। এতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে সুস্থতার সংখ্যা ২৩ কোটি ৫ লাখ ৮৯ হাজার ১৮৮ জন।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। নতুন করে ৯৯ হাজার ১৩৭ জন আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ১৪৩৭ জনের।
এদিকে করোনা ভাইরাসে মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়াতে নতুন করে ১২৪০ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে আক্রান্ত হয়েছে ৩৬ হাজার ৮১৮ জন।
করোনায় মৃত্যু বেড়েছে ইউরোপের দেশ ইউক্রেনেও। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৩৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৩০৮ জন।
ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩০১ জনের। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ৬৪ হাজার ১৫৩ জনের। আর শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪৪ লাখ ৬৬ হাজার ৫৯৮ জন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান থেকে করোনায় উৎপত্তি ঘটে। এরপর দ্রুত সময়ের মধ্যে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।