ইন্টারন্যাশনাল ডেস্ক: সারাবিশ্বে একদিনের ব্যবধানেকোভিড-১৯ করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ৬ হাজার ৩০৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে ৪ লাখ ১৫ হাজার ৬০৮ জন।
রোববার (৭ নভেম্বর) সকালে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর দিক দিয়ে শীর্ষে রয়েছে রাশিয়া। দেশটিতে নতুন করে ১১৮৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৪১ হাজার ৩৩৫ জন।
এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৭ লাখ ৫৫ হাজার ৯৩০ জন। আর মোট মৃত্যুর সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ৬৩৫ জন।
করোনায় আক্রান্ত ও মৃত্যুর শীর্ষে থাকা দেশ যুক্তরাষ্ট্রে গত কয়েকদিনে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। দেশটিতে নতুন করে মৃত্যু হয়েছে ৪২২ জনের এবং আক্রান্ত হয়েছে ৩২ হাজার ৪৭৯ জন।
এ নিয়ে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৭৩ লাখ ১৩ হাজার ৪১২ জন। আর মৃত্যু হয়েছে ৭ লাখ ৭৫ লাখ ৯৫ হাজার জনের।
ব্রাজিলে গত একদিনে নতুন করে মৃত্যু হয়েছে ৩০৫ জনের। আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৮৬৬ জনের। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ১৮ লাখ ৭৪ হাজার ৩২৪ জন। আর মৃত্যু হয়েছে ৬ লাখ ৯ হাজার ৪১৭ জন।
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ৮৭৯ জনের। আর মৃত্যু হয়েছে ৫১৯ জনের। এ নিয়ে ভারতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬০ হাজার ৭৮৭ জন এবং আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৩ লাখ ৫৪ হাজার ৯৬৬ জন।
এদিকে এশিয়ার দেশগুলোতে করোনা পরিস্থিতি কিছুটা কমে আসলেও ইউরোপের দেশগুলোতে করোনায় মৃত্যু ও সংক্রমণ আবারও বাড়ছে।