সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) তাকে গুলশান এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, আরাফাত গত ৫ আগস্ট থেকে পলাতক ছিলেন। তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গুলশানের একটি বাসায় তিনি অবস্থান করছেন বলে খবর আসে। সেই মোতাবেক সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। পরে তিনি শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।
আরাফাত দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের একজন থিংক ট্যাঙ্ক হিসেবে কাজ করছেন। তিনি ২০২২ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন।
আরাফাতের পিতা মোহাম্মদ সেতাব উদ্দিন বাংলাদেশ বেতারের পরিচালক ছিলেন। তিনি শহীদুল্লাহ কায়সার এবং পান্না কায়সারের মেয়ে শমী কায়সারকে ২০০৮ সালের ২৪ জুলাই বিয়ে করেন। ২০১৫ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর বিয়ে করেন শারমিন মুস্তারিকে।
বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন চলাকালীন বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে আলোচনা-সমালোচনার মুখে পড়েন আরাফাত। গত ৪ আগস্ট তিনি বলেন, শিক্ষার্থীদের সব দাবি মেনে নেয়ার পরেও সন্ত্রাসী কায়দায় দেশের ক্ষতি করা হচ্ছে। কোটা সংস্কার আন্দোলনে নেই শিক্ষার্থীরা। তারা যা চায় সেটা তারা গতকাল প্রকাশ করেছে। আর এই দাবি বাস্তবায়নে তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছেন। আর এমন সন্ত্রাসী কার্যক্রম দমন করা হবে।