স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশীপে শুভসূচনা করেছে বাংলাদেশ। দলের হয়ে জয়সূচক গোলটি করেন তপু বর্মণ।
শুক্রবার (১ অক্টোবর) মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল স্টেডিয়ামে বিকেল ৫টায় মুখোমুখি হয় বাংলাদেশ-শ্রীলঙ্কা। ম্যাচে শুরু থেকেই লঙ্কানদের ওপর আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ। তবে সাফল্য আসছিল না।
বারবার সুযোগ হাতছাড়া হচ্ছিল। এতে খালি হাতে (গোলশূন্য) বিরতিতে যেতে হয় লাল-সবুজ জার্সিধারীদের। তবে বিরতির পর বিমুখ হতে হয়নি তাদের।
৫৬ মিনিটে জামাল ভূঁইয়াদের ঝটিকা আক্রমণে তালগোল পাকিয়ে নিজেদের বক্সে হাতে বল লাগিয়ে ফেলেন ডাকসন। এতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
কিন্তু তা অমান্য করে সতীর্থদের নিয়ে প্রতিবাদ জানান ডাকসন। এতে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। ফলে ১০ জনের দলে পরিণত হয় শ্রীলঙ্কা।
পরে সফল স্পট কিকে নিশানাভেদে দলকে এগিয়ে দেন তপু বর্মণ। তার গোলের সঙ্গে সঙ্গে মালের স্টেডিয়ামের দর্শকসারির একাংশ বাংলাদেশ বাংলাদেশ বলে গর্জে ওঠে।