খুলনা, ২৩ অক্টোবর (এইউজেড নিউজ২৪)- খুলনায় সাপের খেলার আড়ালে ইয়াবা ব্যবসা করা এক বেদে দম্পতিকে আটক করেছে পুলিশ। তারা হলেন- উথান মন্ডল (৫০) ও তার স্ত্রী রাশেদা বেগম (৪৬)। নগরীর জোড়াগেট এলাকা থেকে মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়। এ ব্যাপারে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের ৫০০ ইয়াবাসহ আটক করা হয়। তারা বিভিন্ন জায়গায় সাপের খেলা দেখায় এবং আড়ালে মাদকের ব্যবসা করেন।
সাপের খেলার আড়ালে ইয়াবা ব্যবসা, বেদে দম্পতি আটক
সারাদেশ
0 Views