সাতক্ষীরা প্রতিনিধি: বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশে সাতক্ষীরা থেকে ১০ হাজার নেতাকর্মী অংশ নেবেন বলে আশা করছেন জেলা বিএনপির নেতারা। আজ শুক্রবার সকালে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী এমন মন্তব্য করেন।
তিনি বলেন, ‘প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সড়কে ও নৌপথে বিএনপি নেতাকর্মীদের খুলনায় যেতে বিভিন্নভাবে বাধা দিচ্ছে। এরপরও ৫/৬ হাজার নেতাকর্মী খুলনায় পৌঁছে গেছেন। আমরা আশা করছি, সমাবেশে সাতক্ষীরা থেকে প্রায় ১০ হাজার নেতাকর্মী যোগ দেবেন।’
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এম সোহেল আহমেদ মানিক বলেন, ‘এরই মধ্যে ৩০ ভাগ নেতাকর্মী খুলনায় পৌঁছে গেছেন। বাকিরা বিভিন্নভাবে আজকে দিনের মধ্যে পৌঁছে যাবেন। এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়েছেন।’
এদিকে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে খুলনা বিভাগীয় বাস-মিনিবাস মালিক সমিতির নির্দেশে শুক্রবার সকাল থেকে আন্তঃজেলায় সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার পর্যন্ত বাস বন্ধ থাকবে। যদিও বিএনপির অভিযোগ, বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার সকাল থেকে সাতক্ষীরা থেকে ছেড়ে যায়নি আন্তঃজেলার কোনো বাস।
জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক সাইফুল করিম সাবু জানান, খুলনায় ধর্মঘটের ডাক দেওয়ায় শুধু সাতক্ষীরা থেকে খুলনাগামী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার সকাল থেকে সাতক্ষীরা থেকে ছেড়ে যায়নি আন্তঃজেলার কোনো বাস।
তবে শুক্রবার সকালে সাতক্ষীরা থেকে খুলনাগামী কোনো পরিবহন চলতে দেখা যায়নি। ঢাকা-যশোর রুটসহ জেলার ভেতরেও তেমন গাড়ি চলছে না। ভোগান্তিতে পড়েছেন বিএনপি নেতাকর্মীসহ সাধারণ যাত্রীরা। সাপ্তাহিক ছুটির দিন হলেও অনেকেই জরুরি প্রয়োজনে বেরিয়ে যানবাহন না পেয়ে বিপাকে পড়েছেন।