ইসলাম ও ধর্ম ডেস্ক: সাড়ে ১২ কোটি টাকায় নির্মাণাধীন মডেল মসজিদের একাংশ ভেঙে পড়েছে। ২০১৭ সালে সারা দেশে ৫৬০টি মডেল মসজিদের নির্মাণকাজ শুরু করে সরকার। প্রায় ৯ হাজার কোটি টাকার এই প্রকল্পের এরইমধ্যে ৫০টি মসজিদ উদ্বোধন করা হয়েছে। ইসলাম প্রচারের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত হবে এমন এক-একটি মসজিদ।
নেত্রকোণার বারহাট্টা উপজেলায় নির্মাণকাজ চলছে একটি মডেল মসজিদের। রোববার সন্ধ্যায় (৩০ জানুয়ারি) নির্মাণাধীন মসজিদের একাংশ ভেঙে পড়ে।
পরে রাতের মধ্যেই দ্রুত সরিয়ে ফেলা হয় ভেঙে পড়া অংশ। এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। তারা অভিযোগ করেন, নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণের ফলে এমনটি হয়েছে।
তবে গণপূর্ত বিভাগের দাবি, মসজিদের একাংশ ধসে পড়েনি, ভুল নকশায় নির্মাণ হওয়ায় ভেঙে ফেলা হয়েছে। তবে এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ঠিকাদার প্রতিষ্ঠান।
খবর পেয়ে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের পক্ষে তিন সদস্যের তদন্ত কমিটি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক।
প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন মডেল মসজিদটির কাজ শেষ হওয়ার কথা গেল বছরের মাঝামাঝিতে। এখন পর্যন্ত কাজ হয়েছে ৬৫শতাংশ।