স্পোর্টস ডেস্ক, আজনিউজ২৪: চতুর্দশ আইপিএলের তৃতীয় দিনে আজ রবিবার নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। দুই বছর পর আবারও নিজের ঘরে ফিরেছেন সাকিব আল হাসান। আজকের একাদশেও আছে তার নাম। চেন্নাইয়ে অনুষ্ঠিতব্য ম্যাচটিতে নাইটদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। নিষিদ্ধ হওয়ার আগের বছর সাকিব এই দলে এক মৌসুম খেলেছিলেন। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
নিয়মানুযায়ী কোনো দল তাদের একাদশে চার জনের বেশি বিদেশি খেলাতে পারবে না। আজকের নাইট একাদশে সাকিব বাদে বাকি তিন বিদেশি হলেন অধিনায়ক ইয়োইন মরগ্যান, আন্দ্রে রাসেল এবং প্যাট কামিন্স। শুভমান গিলের সঙ্গে ইনিংস উদ্বোধন করবেন রাহুল ত্রিপাঠি। সাকিবকে তিনে নামানোর যে গুঞ্জন চলছিল, নাইট একাদশে তা দেখা যায়নি। তার স্থান সাত নম্বরে।
কলকাতা নাইট রাইডার্স: রাহুল ত্রিপাঠি, শুভমন গিল, নীতীশ রানা, সাকিব আল হাসান, ইয়োইন মরগ্যান, দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, বরুণ চক্রবর্তী, প্রসিদ্ধ কৃষ্ণ, হরভজন সিংহ
সানরাইজার্স হায়দরাবাদ: ডেভিড ওয়ার্নার, ঋদ্ধিমান সাহা, মণীশ পাণ্ডে, জনি বেয়ারস্টো, বিজয় শঙ্কর, মোহাম্মদ নবি, আবদুল সামাদ, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, সন্দীপ শর্মা।