স্পোর্টস ডেস্ক: সাউথ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ ও হোয়াইটওয়াশ থেকে বাঁচতে শেষ ম্যাচে জয় চাই টাইগারদের। এমন পরিস্থিতিতে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ।এ্ররআগে, ডারবানের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস তৈরির সুযোগ থাকলেও সেখানে পুরোপুরি ব্যর্থ বাংলাদেশ দল। উল্টো মহারাজের স্পিন বিষে নিজেরাই ইতিহাসের পাতায় ঢুকে পড়ে।
শুক্রবার (৮ এপ্রিল) পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। সরাসরি দেখা যাবে গাজী টিভি ও টি-স্পোর্টসে।
দীর্ঘ ১১ মাস পর টেস্টে ফিরেছেন অভিজ্ঞ তামিম ইকবাল। প্রথম টেস্টে তার খেলার কথা থাকলেও পেটের পীড়ায় ভোগায় খেলতে পারেননি। তামিমকে জায়গা দিতে বাদ পড়েছেন সাদমান ইসলাম। আর তাসকিন আহমেদের জায়গায় সুযোগ পেয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। স্বাগতিক প্রোটিয়ারা ভাঙেনি উইনিং কম্বিনেশন। একই একাদশ নিয়ে খেলতে নামছে তারা।
সাদমান সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যর্থ হয়েছেন তিনি। শেষ দশ ইনিংসে কোন ফিফটি নেই তার। সর্বোচ্চ সংগ্রহ ২২।
সিরিজে ফিরতে মরিয়া বাংলাদেশ দল পোর্ট এলিজাবেথ টেস্টের একাদশ সাজিয়েছে ২ পেসার আর ২ স্পিনার নিয়ে।
উল্লেখ্য, ডারবানে প্রথম টেস্টে ২২০ রানের বিশাল ব্যবধানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, ইয়াসির আলি রাব্বী, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন ও খালেদ আহমেদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ
ডিন এলগার, সারেল এরউইয়া, কিগান পিটারসেন, টেম্বা বাভুমা, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা (উইকেটরক্ষক), ভিয়ান মুল্ডার, কেশব মহারাজ, সিমন হার্মার, লিজাড উইলিয়ামস, ডুয়ানে অলিভিয়ের।