বিনোদন ডেস্ক: সাইবার অপরাধে মডেল ফারিয়া মাহাবুব পিয়াসাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। রাজধানীর বারিধারার বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
রোববার রাত ১০টার দিকে পিয়াসার বারিধারার বাসায় অভিযান শুরু হয়। অভিযানে তার বাসা থেকে মদ, ইয়াবা ও সিসা উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারের পর আরেক মডেলকে আটকের জন্য পিয়াসাকে নিয়ে মোহাম্মদপুরের বাবর রোডে অভিযানে যায় গোয়েন্দা পুলিশ।
ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বিভিন্ন সময়ে নানা ঘটনায় আলোচনায় আসেন পিয়াসা। ২০১৭ সালে মে মাসে বনানীর রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের শিকার হয়েছিলেন। ওই ঘটনায় তার নাম সামনে আসে।