পলিটিক্যাল ডেস্ক: সাংবিধানিক সরকারের অধীনেই আগামী দিনের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। বাংলাদেশে আর নিরপেক্ষ বা তত্ত্বাবধায়ক সরকার হবে না। শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউজে তিনি এমন মন্তব্য করেন। জনবিচ্ছিন্ন বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে ভয় পায় বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক, এমপি।
আব্দুর রাজ্জাক বলেন, সংবিধানের আলোকেই আগামীর নির্বাচন হবে। এর দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন (ইসি)। যাদের ওপর সরকার বা কারো নিয়ন্ত্রণ থাকবে না।
কৃষিমন্ত্রী বলেন, জাতীয় সংসদ নির্বাচনের এখনও আড়াই বছর বাকি। একে ঘিরে আন্দোলনের হুমকি দিচ্ছে বিএনপি। যাদের ২০০১-০৬ মেয়াদে অপশাসনে দেশে সন্ত্রাস বেড়েছে এবং অর্থনীতি ধ্বংস হয়েছে। ফলে তাদের পায়ের নিচে থেকে মাটি সরে গেছে। তারা আন্দোলনের ডাক দিলেও জনগণ এখন সাড়া দেয় না।