মিরসরাইয়ে সাংবাদিক নুরল আলমের ব্যক্তিগত ফেসবুকের বদৌলতে পাওয়া গেল শিশুকে। মা-বাবাকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা খুশি।
খুশি, হাসি, জান্নাত ও মনিকা চার বোন। তাদের মধ্যে ৭ বছরের খুশি সবার বড়। খুশির বাবা মহরম আলী পেশায় রিক্সা চালক মা রেশমী বেগম গৃহিণী । চার সন্তানকে নিয়ে মহরম আলী থাকেন চট্টগ্রাম পাহাড়তলী থানার ২৫ নাম্বার ওয়ার্ডের বৌ বাজার এলাকার আনসারের ভাড়া ঘরে। অভাবের সংসারে খুশি অলংকার, পাহাড়তলী, একেখান এলাকায় পত্রিকা বিক্রি করেন। তিনদিন আগে বাসা থেকে হারিয়ে যায় খুশি।
মিরসরাই থানার সহকারী পুলিশ পরিদর্শক আবুল খায়ের বলেন, বুধবার রাত ১০ টায় মিঠাছড়া বাজারে ঘুরাঘুরি করতে দেখে স্থানীয় একজন সরকারি জরুরি নাম্বারে ফোন করেন। পরে রাত ১২টায় খুশিকে আমি থানায় নিয়ে আসি। পরদিন বৃহস্পতিবার ১২টায় উপজেলা সমাজসেবা অফিসকে নিখোঁজ খবরটি জানায় মিরসরাই থানা পুলিশ।
মিরসরাই থানা পুলিশ এবং সমাজসেবা অফিস খুশির পরিবারের ঠিকানা পেতে বিভিন্ন স্থানে যোগাযোগ শুরু করে।
মিরসরাই সমাজসেবা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মো. সাহাব উদ্দিন জানান, আমরা খুশির পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য সোশ্যাল মিডিয়াসহ বিভিন্নভাবে চেষ্টা শুরু করি। সাংবাদিক নুরুল আলমের পোস্ট দেখে চট্টগ্রাম বৌ বাজার থেকে ফোনে আদনান চৌধুরী নামে একজন খুশিকে চিনতে পেরে সাংবাদিক নুরুল আলমকে জানান। আমরা সাংবাদিক নুরুল আলমসহ খুশিকে মা বাবার হাতে তুলে দিয়েছি। পরিবারের কাছে ফিরে খুশির সঙ্গে আমরাও খুশি হয়েছি।
মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক নুরুল আলম বলেন, শুক্রবার মিরসরাই থানা থেকে পুলিশ ও সমাজ সেবা অফিসের কর্মকর্তাদের নিয়ে খুশির পরিবারের খোঁজে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করি। এসময় ছিলেন, মিরসরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাহাব উদ্দিন, মিরসরাই থানার উপ পরিদর্শক আবুল খায়ের, মহিলা পুলিশ কনস্টেবল ফরিদা আক্তার, সমাজসেবা অফিসের কর্মকর্তা মো. সিরাজ উদ্দিন ।
খুশির পরিবারের খোঁজ পাওয়ার আনন্দে খুশিকে সন্তানের মতো মায়ের মমতা দিয়ে গোসলের পর নতুন জামা কাপড় পরিয়ে সুগন্ধি মেখে সঙ্গে যাওয়ার প্রস্তুতি নেন মিরসরাই থানার মহিলা পুলিশ কনস্টেবল ফরিদা আক্তার।
খুশিকে শুক্রবার দুপুর ১টায় বাসায় সামনে নিয়ে গেলে বাবা মহরম আলী মা রেশমী বেগম খুশিতে জড়িয়ে ধরেন সন্তান কে ।
খুশির বাবা মহরম আলী বলেন, খুশি পত্রিকা বিক্রি করে। গত তিনদিন খুশিকে না পেয়ে আমরা পাগলের মতো খুঁজেছি। তাকে ফিরে পেয়ে আমরা খুশি।
সাংবাদিক নুরুল আলমের ফেসবুকের বদৌলতে পাওয়া গেল শিশু খুশিকে
নুরুল আলম, মিরসরাই, চট্টগ্রাম
চট্টগ্রাম
4,235 Views