বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, ২৬ নভেম্বর, ২০১৯, এইউজেডনিউজ২৪ : বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য গ্যাসের মাত্রা গতবছর ফের রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সোমবার বিশ্ব আবহাওয়া সংস্থা -ডব্লিউএমও এর প্রকাশিত প্রতিবেদনে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইডের পরিমাণ গত এক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে বলে জানানো হয়। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী গ্রিনহাউজ গ্যাসের ক্রমবর্ধমান এ বৃদ্ধিকে উদ্বেগজনক হিসেবে দেখছেন বিজ্ঞানীরা।
জ্বালানি ও রাসায়নিক সারের বাড়াবাড়ি ব্যবহার এবং বন ধ্বংসের কারণে প্রতিনিয়ত বাড়ছে বায়ুমণ্ডলের তাপমাত্রা। এর কারণে লক্ষ্যণীয় মাত্রায় দেখা দিচ্ছে জলবাযু পরিবর্তন।
সোমবার প্রকাশিত বিশ্ব আবহাওয়া সংস্থা ডব্লিউএমও এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের যে ঘনত্ব ছিল ৪০৫ দশমিক ৫ পিপিএম, ২০১৮ সালে তা দাঁড়িয়েছে রেকর্ড ৪০৭ দশমিক ৮ পিপিএম এ। শুধু কার্বন ডাই অক্সাইডই নয়, বৃদ্ধি পেয়েছে নাইট্রাস অক্সাইড, মিথেনসহ অন্যান্য গ্রীনহাউজ গ্যাসের পরিমাণও। যা উদ্বেগে ফেলেছে বিজ্ঞানীদের।
বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির কারণে বরফ গলে যাচ্ছে। আশঙ্কা করা হচ্ছে মধ্য ইউরোপ এবং উত্তর এশিয়ার হিমবাহগুলোর বরফ ২১০০ সাল নাগাদ ৮০ শতাংশ গলে যেতে পারে। ইতোমধ্যে বরফ গলার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যেমন বাড়ছে তেমনি বাড়ছে ঝড় জলোচ্ছ্বাসও।