নরসিংদী প্রতিনিধিঃ সরকারি নির্দেশ অমান্য করে দোকান খুলে ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগে ১০ দোকানকে দশ হাজার টাকা জরিমানা করেছে নরসিংদী জেলা প্রশাসন। সোমবার দুপুরে নরসিংদী বড় বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নরসিংদী সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহ্ধসঢ়; আলম মিয়া এবং ক্যাপ্টেন জাহিনের নেতৃত্বে একদল সেনা সদস্য। তারা দোকান খুলে ব্যবসা করার অভিযোগে বাজারের বিভিন্ন দোকান মালিককে তাৎক্ষনিক জরিমানা আদায় করেন। অধিকাংশ দোকান-পাট বন্ধ থাকলেও নরসিংদী বড় বাজারের কিছু কিছু দোকান খুলে রেখে অসাধু ব্যবসায়ীরা ব্যবসা চালাচ্ছে এমন খবরে প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান চালানো হয় এমনটি জানান নরসিংদীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহ্ধসঢ়; আলম মিয়া। নরসিংদীর সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, করোনা ভাইরাস সন্দেহে সোমবার দুপুর পর্যন্ত নরসিংদী জেলার ৬টি উপজেলায় ২ শত ২১ জন কোয়ারেন্টাইনে রয়েছেন। জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন জানান, করোনা ভাইরাস (কভিড-১৯) প্রতিরোধে সরকারি নির্দেশ মেনে চলতে হবে। জেলার ৬টি উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ইতিমধ্যেই কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। জরুরী প্রয়োজন ছাড়া কেউ যাতে ঘরের বাইরে যেতে না পারে।
সরকারি নির্দেশ অমান্য করে দোকান খুলে রাখায় নরসিংদীতে ১০ দোকানকে দশ হাজার টাকা জরিমানা
ঢাকা
0 Views