স্টাফ রিপোর্টার : ‘এসো হে নবীন, বাজিয়ে সুর-লহরী উল্লাসিত নব বীণ। আজ সুর মিলিয়ে গাইব জয়যাত্রার গান, আনন্দে আহ্লাদিত নবীন প্রাণ।’ নবীন শিক্ষার্থীদের বরণ করতে এমন বাক্যই যেন উচ্চারিত হচ্ছে প্রবীণদের কণ্ঠে। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব উচ্চমাধ্যমিকের সফল সমাপ্তির পর সম্পূর্ণ নতুন মুক্ত জ্ঞানচর্চার রাজ্য হলো বিশ্ববিদ্যালয়। তেমনি সরকারি তিতুমীর কলেজও এর ব্যতিক্রম নয় বলে মন্তব্য করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ মহিউদ্দিন। মঙ্গলবার সরকারি তিতুমীর কলেজের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। এরআগে, তিতুমীর কলেজের অধ্যক্ষ শিক্ষার্থীদের মাঝে একটি দৃষ্টিনন্দন মোড়কে চার বছরের সিলেবাস বিতরণ করে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের নবীনবরণ উৎসবের উদ্বোধন করেন। এসময় “Glorious Finance & Banking”-এ শিক্ষার্থীদের সৃষ্টিশীলতা দেখে আনন্দিত হন অধ্যক্ষ।
আনন্দ উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক , বিভাগের শিক্ষকবৃন্দ। নবীন ও সিনিয়র শিক্ষার্থীরা কৌতুক, দ্বৈত কবিতা আবৃত্তি, কোরাস গান, বাঁশি ও নানারকম আনন্দ আয়োজনে মুখরিত করে রাখেন বিভাগকে।
অনুষ্ঠানের শেষ অংশে সকল শিক্ষার্থীদের মাঝে মন্তব্য করার জন্য স্টিকি নোট দেয়া হয়। সেরা ৭ জন মন্তব্যকারীকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। এছাড়া নতুনদের ফুল, চকলেট, কলম, একটি ট্রান্সপারেন্ট ফাইল ইত্যাদি উপহার সামগ্রী দিয়ে দিনটিকে প্রাণবন্ত রাখেন প্রাক্তন শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের বিবিএ প্রথম বর্ষ (২০২১-২২) এর শিক্ষার্থীদের নবীন বরণ এটি। এর মধ্য দিয়ে শুরু হল নবীন শিক্ষার্থীদের শিক্ষা, জ্ঞানার্জন ও যুক্তিবাদী হওয়ার পথ চলা।
সরকারি তিতুমীর কলেজের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত
আজনিউজ২৪ :
0 Views