ন্যাশনাল ডেস্ক,আজ নিউজ ২৪কম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা সংকটকালে নগদ সহায়তা ও প্রণোদনাসহ সঠিক পদক্ষেপ নেওয়ার কারণে অর্থনীতি গতিশীল রাখতে সক্ষম হয়েছি।
মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কৃষিতে আমরা ও সরাসরি প্রণোদনা দিলাম, আবার শিল্পসহ অন্যান্য খাতের জন্য আমরা আলাদা আলাদাভাবে যেমন- ক্ষুদ্র ও মাঝারির জন্য আলাদা, বৃহৎ শিল্পের জন্য আলাদা- এরকম প্রত্যেকটা খাতের জন্য ভাগ ভাগ করে দেয়া হলো। এর পরে পোশাক খাতের জন্যও বিশেষভাবে দিলাম- এই প্রণোদনা দেয়ার কারণেই অর্থনীতিটা গতিশীল রাখতে সক্ষম হয়েছি।
‘’ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা যে প্রণোদনাটা দিয়েছি- এই প্রণোদনাটা যখনই এরা নিতে শুরু করেছে তখনই কিন্তু তারা আবার ব্যবসায় ফিরে আসতে পারছে। এমন কোনো খাত নেই যাদের আমরা সাহায্য দেইনি।’’
শেখ হাসিনা বলেন, বিত্তশালী-বড়লোকদের সেভাবে আমরা দেইনি। যারা ব্যবসার সঙ্গে জড়িত তাদের কাছে পৌঁছাতে পেরেছি এবং সময়মতো আমরা যে টাকাটা দিলাম, নগদ ও প্রণোদনা দিলাম- এটাতেই কিন্তু ব্যবসাটা ধরে রাখতে সক্ষম হয়েছি। যারা শ্রমিক তাদেরও কাজ করার আগ্রহ ছিল, তারাও কাজ করছে।
কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কৃষিকে গুরুত্ব দিতে হবে এই কারণে- কৃষি আমাদের ধরে রাখতে হবে এবং খাদ্য উৎপাদনটা বাড়াতে হবে। মানুষের যাতে খাবারে কষ্ট না হয়। সেটা আমরা কিন্তু ধরে রেখেছি। সূত্র:চ্যানেল আই