হলিউড অভিনেতা টম ক্রুজ এবার পর্দার জীবনের মতো ব্যক্তিজীবনটাও দারুণ রোমাঞ্চে ভরপুর। তার প্রেমজীবন সবসময়ই আলোচনায় থাকে। সম্প্রতি সামাজিক মাধ্যমে তার তিন সাবেক স্ত্রীকে ঘিরে এক অদ্ভুত কাকতালীয় তথ্য ভাইরাল হয়েছে। মিমি রজার্স, নিকোল কিডম্যান ও কেটি হোমস— তিনজনই ৩৩ বছর বয়সে টম ক্রুজের সঙ্গে তাদের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন।
এবার অভিনেতা আলোচনায় এলেন চতুর্থ বিয়ে নিয়ে। সম্প্রতি চতুর্থ বিয়ে নিয়ে উত্তপ্ত বিশ্ব মিডিয়া। কথা ছিল— চতুর্থ বিয়ে হবে মহাকাশে। প্রেমিকা কিউবান-স্প্যানিশ অভিনেত্রী আনা দে আরমাসের সঙ্গে মহাকাশে বিয়ে সারবেন অভিনেতা। ‘দ্য সান’-এর একটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা যায়, টম ও আনার মধ্যে এখন আর প্রেমের সম্পর্ক নেই। ধীরে ধীরে একে অপরের প্রতি আকর্ষণ কমে যাওয়ায় দুজনের সম্মতিতেই তাদের পথ আলাদা হয়েছে। ফলে আবার একা হয়ে যান টম ক্রুজ। কে জানত— মাত্র ৯ মাসের মধ্যেই এই সম্পর্কের পরিণয় শেষ হবে। অতঃপর আকাশে ক্ষণিকের উল্কার মতোই নিভে যাবে তার সেই স্বপ্নের ‘স্পেস ওয়েডিং’।
টম ক্রুজ আর আনার মাঝে এখন আর সেই সম্পর্ক নেই। দিনে দিনে কমতে থাকে একে অপরের প্রতি আকর্ষণ। ফলে দুজনের সিদ্ধান্তেই ঘটল এ পরিণতি। এ ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। তবে গুঞ্জন উঠেছে— এই তারকা জুটির সম্পর্ক ভেঙে গেছে। এমন গুজবের মধ্যেই টম ক্রুজের ‘বান্ধবী’ আনা দে আরমাসের একটি সূত্র ও তার সাম্প্রতিক এক বক্তব্য সম্পূর্ণ ভিন্ন ইঙ্গিত দিচ্ছে।
২৬ বছরের ছোট এই অভিনেত্রীর সঙ্গে টমের সম্পর্কের শুরুটা হয় যুক্তরাষ্ট্রের ভারমন্টে। সেখানেই প্রথমবার তাদের হাত ধরাধরি অবস্থায় ক্যামেরাবন্দি করা হয়েছিল। এরপর থেকেই তাদের প্রেম নিয়ে আলোচনা শুরু। পরে লন্ডন ও মাদ্রিদেও তাদের একসঙ্গে ছুটি কাটাতে দেখা যায়। এমনকি টমের ব্যক্তিগত হেলিকপ্টার রাইডের ছবিও সেই সময় বেশ আলোচিত হয়েছিল।
প্রেম ভেঙে গেলেও টম ও আনার মধ্যে এখনো একটি গভীর বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। পিপল ম্যাগাজিনের খবর অনুযায়ী, সহশিল্পী হিসেবে কাজের সূত্র ও পারস্পরিক শ্রদ্ধার কারণে দুই তারকার মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব এখনো অটুট রয়েছে।
আনা দে আরমাসের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, আনা অভিনেতা টম ক্রুজকে শুধু ‘প্রিয় বন্ধু ও মেন্টর’ হিসেবেই দেখেন এবং তার সঙ্গে সময় কাটাতে খুব উপভোগ করেন। তবে এ মুহূর্তে অভিনেত্রী আনা দে সিংগেল আছেন। আর সে কারণেই ক্রুজের সঙ্গে তার সম্পর্কের ঘনিষ্ঠতা নিয়ে যে প্রশ্ন উঠেছিল, প্রেমের বিষয়টির সত্যতা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। যদিও তারা নিয়মিত যোগাযোগ রাখেন। তবে সেই যোগাযোগ মূলত তাদের কাজের কারণেই। এককথায়, তাদের সম্পর্ক এখন শুধু পেশাদারত্বের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ।
তবে এ দুই তারকা নিজেদের সম্পর্কের ভাঙন বা প্রেমের বিষয়ে নিজ মুখে কখনোই স্পষ্ট করে কিছু বলেননি। তারা এ বিষয়ে কখনো মুখ খুলবেন কিনা, তা নিয়েও প্রশ্ন ছিল। সম্প্রতি ‘উইমেন্স ওয়্যার ডেইলি’-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে আনা যখন এ নিয়ে প্রশ্নের মুখে পড়েন, তখনই বিষয়টি খানিকটা স্পষ্ট হয়। প্রশ্ন ওঠে— আদৌ কি তারা প্রেমের সম্পর্কে ছিলেন? সেই প্রশ্নের উত্তরে অভিনেত্রী আনা বলেন, এটা তো সবাই জানে যে, আমি টম ক্রুজের সঙ্গে কাজ করছি। প্রেম প্রসঙ্গটি সম্পূর্ণ এড়িয়ে গিয়ে তিনি আরও বলেন, তারা আসন্ন একটি অ্যাকশন সিনেমার জন্য প্রশিক্ষণ নিচ্ছেন।
আনার এ মন্তব্য আবার আলোচনায় তাদের ভক্তমহলে। সম্প্রতি তাদের ব্রেকআপ গুঞ্জন সৃষ্টি হলে নানান ঈঙ্গিত খুঁজে পান তারা।
এদিকে গণমাধ্যমের দাবি, মিডিয়া হয়তো সেটে কাজ করার সময় দুই তারকার ঘনিষ্ঠ বন্ধুত্বকে ভুলবশত রোমান্টিক সম্পর্ক ভাবতে শুরু করেছিল। আর সেটিই ইঙ্গিত করেছে আনা দে আরামাস। সবশেষ তার এ বক্তব্য অনুযায়ী, অনেকের মতো এই দুই হলিউড তারকা আসলে কখনোই একে অপরের সঙ্গে প্রেমেই জড়াননি।

