সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে হামলা ও আক্রমণের জেরে হামলাকারীদের ‘তৌহিদী জনতা’ আখ্যায়িত করে ‘টক অব দ্যা কান্ট্রিতে’ পরিণত হয়েছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। এ নিয়ে ‘হুমকির’ অভিযোগের বিষয়টিও ইতোমধ্যে স্পষ্ট করেছেন তিনি। তবে এবার সেই ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করার পাশাপাশি সবাইকে মধ্যবর্তী অবস্থান ধরে রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেয়া এক পোস্টে এমন আহ্বান জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। ভোর সাড়ে ৪টার দিকে ‘জনগণ ও মধ্যবর্তী অবস্থানের সপক্ষে’ শিরোনামে দেয়া ওই পোস্টে গণঅভ্যুত্থান ও ‘মাস্টারমাইন্ড নিয়েও কথা বলেছেন তিনি।
পোস্টে উপদেষ্টা মাহফুজ আলম লিখেছেন, ‘এ অভ্যুত্থান সবার। সেজন্যই মাস্টারমাইন্ড নামক মিডিয়ার তৈরি হাইপকে আমি শুরুতেই প্রত্যাখ্যান করেছি। আমরা সিদ্ধান্ত যারা নিতাম, তারা প্রায় সকল সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক স্টেকহোল্ডারদের সাথে কথা বলেছি। একটা সিদ্ধান্ত ফাইনালাইজ করতে অন্তত ৫/৬টা গ্রুপের মতামত শুনে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হইসে। ফলে, এটা আসলে আমাদের সিদ্ধান্ত নেয়া বডির সামষ্টিক কৌশলগত সক্ষমতা যেমন, তেমনি অনেকগুলো গ্রুপ অব পিপলের অংশগ্রহণ ও পরামর্শের ও ফসল। কেউই অনুল্লেখযোগ্য নন। আর, জনগণ তো ১৯-৩৩ জুলাই কারো সিদ্ধান্তের জন্য বসে থাকেনি। তবে, তারা অবশ্যই পাবলিক-প্রাইভেট থেকে শুরু করে মাদরাসা-স্কুল-কলেজের ছাত্রদেরকেই লেজিটিমেট (বৈধ) নেতৃত্ব হিসাবে মানতেন।’
ফেসবুকে দেয়া ওই পোস্টে সবাইকে মধ্যবর্তী অবস্থান ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের মধ্যবর্তী অবস্থান ধরে রাখতে হবে। সবাইকে নিয়ে এগুতে হবে কিন্তু, Saboteur (নাশকতাকারী) দের বাদ দিয়ে। Sabotage বা পেছন থেকে ছুরি মারা, অনার কোড না মানার অভ্যাস- এসব যেকোন বন্দোবস্তের জন্য হুমকিস্বরূপ। রাজনীতি মানে Gentlemen’s Agreement ও থাকবে না এটা যারা ভাবেন, তারা নিজেদের শুধরে নিন।’