সব শ্রেণি, পেশা ও ধর্মের লোকদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে গড়ে তোলার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা এ.টি.এম মাসুম। গতকাল বুধবার চাঁদপুরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
এসময় এ.টি.এম মাসুম বলেন, ‘দীর্ঘ ১৮ বছর পর আমরা অধিকার ফিরে পেয়েছি। হাসিনা সরকার যদি এখনো ক্ষমতায় থাকতো তাহলে গ্রামগঞ্জে, রাস্তাঘাটে ও পাড়া মহল্লায় লাশ আর লাশ দেখতে পেতাম। এই জালিম স্বৈরাচারী হাসিনা চুড়ান্ত পরিনতি বুঝতে পেরে পালিয়ে গেছে। আমরা ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে এই সুন্দর পরিবেশ ফিরে পেয়েছি।
তিনি বলেন, বিগত ১৫ বছর যারা ক্ষমতায় ছিলেন তারা এটা দাবি করেন আমরাই স্বাধীনতার ঘোষণা দিয়েুিছ এবং স্বাধীনতা এনেছি, আমরাই এদেশের জন্য সবকিছু করেছি। কিন্তু ইতিহাস বলছে, তারা যা বলেছে, তাদের অবস্থানছিলো সম্পূর্ণ বিপরীত।
চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহিম পাটওয়ারীর সভাপতিত্বে ও সেক্রেটারী অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা অঞ্চলের টিম সদস্যঅধ্যাপক মাওলানা লিয়াকত আলী ভূঁইয়া, জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার নবনির্বাচিত আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, সহ-সেক্রেটারী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, অধ্যাপক মো. আবুল হোসাইন, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহাজাহন খান ও জেলা ছাত্রশিবির সভাপতি মো. মহররম আলী।
শহীদ পরিবারের পক্ষে বক্তব্য দেন শহীদ সামিউ নুরের বাবা আমানুল্লাহ চৌধুরী, শহীদ সিয়াম সরদারের ভাই শরীফ সরদার ও শহীদ আব্দুল্লার বোন আখি আক্তার।
মতবিনিময় শেষে ১২ শহীদ পরিবারের সদস্যদের হাতে নগদ ২লাখ করে ২২ লাখ টাকা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।
সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে গড়ে তুলতে হবে : এ.টি.এম. মাসুম
নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
দেশজুড়ে
4,323 Views