স্পোর্টস ডেস্ক, এইউজেডনিউজ২৪: দক্ষিণ এশিয়ায় হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে শঙ্কা। ভারতে লকডাউন ৩ মে পর্যন্ত বৃদ্ধির ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যে ঘোষণার সাথে জড়িয়ে আইপিএল-এর ভাগ্য।
বুধবার পরিবর্তিত তারিখেও সবচেয়ে দামি ক্রিকেট লিগ শুরু হচ্ছে না তা ছিলো নিশ্চিত। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পরও আইপিএল আনুষ্ঠানিক ঘোষণা দিতে অনেক দেরি করেছে।
আইপিএল-এর ত্রয়োদশ আসরের ভাগ্য এখন কি? মহামূল্যবান এই প্রশ্নের উত্তর কারো কাছে নেই। অন্তত এখন। কেননা কবে পরিস্থিতি স্বাভাবিক হবে? কবে আবারো প্রাণচাঞ্চল্য ফিরবে বিশ্বে তার উপরই নির্ভর করছে আইপিএল মাঠে গড়ানো। অক্টোবর-নভেম্বরে টি টোয়েন্টি বিশ্বকাপ না হলে সেই সময় আইপিএল সম্ভব কিনা সেটাও ভবিষ্যতেই হাতেই ছেড়ে দিয়েছেন আয়োজকরা।
সবমিলে এবছর আইপিএল না হওয়ার প্রশ্নবোধক আরো বড় হচ্ছে। সঙ্গে শত শত কোটি রুপির আর্থিক ক্ষতিতো আছেই।
স্থগিত হয়ে যাচ্ছে ট্যুর ডি ফ্রান্সও। আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও দেননি আয়োজকরা। তবে, মধ্য জুলাই পর্যন্ত ফ্রান্সে আউটডোর স্পোর্টসে নিষেধাজ্ঞা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ২৭ জুন শুরুর কথা ছিল সাইক্লিং-এর সবচেয়ে বড় আসর।
এত এত স্থগিত হবার খবরে আশার আলো হয়ে ফরাসি লিগ। দেশটির গণমাধ্যম দাবি করেছে, ১৭ জুন লিগ মাঠে ফিরবে। শেষ হবে ২৫ জুলাই। এলপিএফের যে বৈঠকে এমন আলোচনা হয়েছে, তার নথি পাবার দাবি করেছে গণমাধ্যমটি। তবে, লিগ মাঠে গড়ালে তা দর্শকশূণ্য হবে কি না, তা নিয়ে কোনো তথ্য নেই। সঙ্গে সাংঘর্ষিক ফ্রান্সে মধ্য জুলাই পর্যন্ত আউটডোর স্পোর্টস বন্ধ রাখার সরকারি নির্দেশনা।