আবহাওয়ার পরিবর্তন ডেস্ক, এইউজেডনিউজ২৪: সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে সিএন্ডবি ঘাটে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সিএন্ডবি ঘাটের সুজন বেপারী (২৮), ডাঙ্গি গ্রামের বাবু খা (৫০) ও পালডাঙ্গি গ্রামের রিপন মোল্যা (২৭)।
ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদি হাসান মিন্টু বলেন, বিকালে তিনজন সিএন্ডবি ঘাটে নৌকায় পারাপার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় বজ্রপাতে তারা ঘটনাস্থলেই নিহত হন। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা বলেন, নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দেয়া হয়েছে দাফনের জন্য। সূত্র : ইউএনবি