রাজধানী ডেস্ক, এইউজেডনিউজ২৪: সকাল থেকেই রাজধানীতে দেখা মেলেনি সূর্যের। বুধবার ভোর থেকে কুয়াশাচ্ছন্নে ঢেকে আছে পুরো ঢাকা শহর। সেই সঙ্গে কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছে। আর এই সাথে শীতের ভারী কাপড় আবার বের করতে হচ্ছে। ব্যস্ত নগরীতে মাঘ মাসে কেমন যেনো আষাঢ়ে আষাঢ়ে মনে হচ্ছে।
সকালে এ বিষয়ে আবহাওয়াবিদ রাশেদুজ্জামান বলেন, ‘মেঘ আছে, বাতাসে আর্দ্রতা আছে– এসব কারণে কুয়াশা দেখা যাচ্ছে। আজকে হয়তো সেভাবে রোদ দেখা যাবে না। কারণ পুরো আকাশ মেঘে ঢাকা আছে। এটা হয়তো কালকের (বৃহস্পতিবার) পরে কেটে যাবে।’
এদিকে বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আজ সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিন দিনের শেষ দিকে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।