জাতীয় সংসদে শ্রমিকদের পক্ষে কথা বলার জন্য শ্রমিক প্রতিনিধি থাকতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।
এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সংসদে বেশির ভাগ হয়ে গেছেন আইনজীবী ও ব্যবসায়ী, সেখানে শ্রমিকদের কেউ নেই। তাহলে সেখানে শ্রমিক কেউ না থাকলে শ্রমিকের পক্ষ হয়ে কথা বলবে কে। সংসদে যিনি সংসদ সদস্য থাকেন, তিনি বড় ব্যবসায়ী হওয়ায় শ্রমিকদের না হয়ে ব্যবসায়ীর পক্ষ হয়ে সংসদে কথা বলেন। তাই জাতীয় সংসদে শ্রমিক প্রতিনিধি রাখতে হবে।’
আজ শুক্রবার রাজধানী ঢাকার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাসিরুদ্দীন পাটোয়ারী।
শ্রমিকের ঘামে যে অর্থ আয় হয়, তার বড় একটি অংশ মালিকদের পকেটে চলে যায় মন্তব্য করেন নাসিরুদ্দীন পাটোয়ারী। তিনি বলেন, ‘কিছু নেতাকে আমরা মাঠে দেখেছি তাঁরা শ্রমিকদের পক্ষে লড়াই করে যাচ্ছেন। কিন্তু তাঁরা মাঠে গেলে বলেন, শ্রমিকের লোক; ভেতরে গেলে বলেন, মালিকের লোক। এদের মোকাবিলা করতে হবে, এদের মোকাবিলা করতে না পারলে বাংলাদেশের শ্রমিকদের রাজনীতি নতুন করে দাঁড়াবে না। গণ-অভ্যুত্থানের পর যে দলটির সৃষ্টি হয়েছে, সে নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন। আপনাদের দায়িত্ব হলো জাতীয় নাগরিক পার্টিকে একটি শ্রমিকবান্ধব পার্টি হিসেবে গড়ে তোলা।’
নাসীরুদ্দীন পাটোয়ারী আরও বলেন, ‘আমরা দেখেছি, চেয়ারের বদল হলেও শ্রমিকের মজুরি বাড়েনি। শ্রমিকের রক্তের ওপরে দাঁড়িয়ে আবার পুরোনো ব্যবস্থার দিকে যাওয়ার চেষ্টা করছে একটি দল।’ তিনি বলেন, ‘পুলিশ সংস্কার কমিশন থেকে শুরু করে সবকিছু সংস্কারের জন্য আলোচনা করা হলেও শ্রমিকদের জন্য সংস্কারের কোনো বিষয় নিয়ে কোনো দল আলোচনাই তোলেনি। অথচই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়াদের বড় একটি অংশই শ্রমিক।’
জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয়কারী মাজহারুল ইসলাম বলেন, ‘নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে, সেখানে শ্রমিকদের ন্যায্য হিস্যা বুঝিয়ে না দিলে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন সম্ভব নয়।’ তিনি আরও বলেন, ‘যেসব রাজনৈতিক দল শ্রমিকদের অধিকার নিয়ে শুধু আন্দোলন নয়; বরং সংসদে শ্রমিকদের প্রতিনিধি হয়ে কথা বলে সে রকম ব্যবস্থা তৈরি করতে হবে। আমরা আশা করি, জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইং শ্রমিকদের প্রত্যাশিত সে প্রতিনিধি তৈরি করতে পারবে।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক উইংয়ে আজ ৯২ জন শ্রমিক যোগদান করেন। এসব শ্রমিকদের নিয়ে পরবর্তী সময়ে শ্রমিক উইংয়ের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আলেয়া খাতুন। এতে আরও অংশ নেন এনসিপির শ্রমিক উইংয়ের যুগ্ম সমন্বয়কারী আল আমিন, সজীব ওয়াফি, আবদুল বারেক, মোশারফ হোসেন স্বপন প্রমুখ।