কোন সংগঠনকে নিষিদ্ধ করার আগে তদন্ত করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ইসকন নিষিদ্ধের ব্যাপারে সরকারের অবস্থান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
উপদেষ্টা মাহফুজ আলম বলেন, চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় মামলা হয়েছে আরও মামলা হবে।
তিনি বলেন, দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলো মিলে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা রোধ করতে পেরেছে। বিএনপি ও জামায়াত ঐক্যের ব্যাপারে একমত। দেশে যে উত্তেজনা চলছে সেগুলো রোধে সব দলকে সাথে নিয়ে প্রশমনে কাজ করা হবে।
তিনি আরও বলেন, জনগণকে ঐক্যবদ্ধ রাখার প্রক্রিয়া জারি থাকলে আর কখনোই ফাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।