আবহাওয়ার পরিবর্তন ডেস্ক, এইউজেডনিউজ২৪: শ্রাবণের বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরলেও ভ্যাপসা গরমে জনজীবনে নেমে আসে রাজধানীসহ দেশের কয়েকটি জেলায় চরম অস্বস্থি। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টার পর, আকাশ কালো করে অঝোরে নামে বারিধারা।
এতে রাজধানীর নিচু এলাকায় জমেছে পানি। আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে দেশজুড়ে গরম বেশি অনুভূত হচ্ছে। এছাড়া, রাঙ্গামাটি, ফেনী, চাঁদপুর, দিনাজপুর এবং রাজশাহী, রংপুর, খুলনাসহ বিভাগীয় শহরগুলোর উপর দিয়ে বয়ে যাচ্ছে, মৃদু তাপপ্রবাহ। যা অব্যাহত থাকতে পারে। সারা দেশে অপরিবর্তিত থাকতে পারে দিন ও রাতে তাপমাত্রা। তবে আজ-কালের মধ্যে কমবে অস্বস্তি। সূত্র : চ্যানেল টোয়েন্টি ফোর