শ্রমমান ও অধিকার নিশ্চিতে মার্কিনীদের নতুন হুঁশিয়ারি কিছুটা দুশ্চিন্তায় ফেলেছে ব্যবসায়ীদের। কেননা পোশাক রপ্তানির সবচেয়ে বড় এই বাজার ক্ষতিগ্রস্ত হলে নেতিবাচক প্রভাব পড়বে পুরো অর্থনীতিতে।
অর্থনীতির অন্যতম প্রধান চালক তৈরি পোশাক খাতে যেন পিছু ছাড়ছে না একের পর এক দুশ্চিন্তা। নতুন মজুরি কাঠামোকে কেন্দ্র করে টানা কয়েক দিনের অস্থিরতার রেশ কাটতে না কাটতেই আবারো শ্রম অধিকার ইস্যুতে পশ্চিমাদের হুঁশিয়ারি।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অন্যতম নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে শ্রমিকদের ক্ষমতায়ন, শ্রম অধিকার ও শ্রমিকদের মানসম্মত জীবন যাপন নিশ্চিত করার লক্ষ্যে একটি স্মারকে (প্রেসিডেনশিয়াল মেমোরেন্ডাম) সই করেছেন। বিশ্বব্যাপী যা কঠোরভাবে নজরে রাখার ঘোষণা দিয়েছেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। যেখানে স্পষ্টভাবে ইঙ্গিত করা হয়েছে শ্রমিক নেত্রী কল্পনা আক্তারের নাম উল্লেখ করে বাংলাদেশকে।
তিনি বলেছেন, বিভিন্ন দেশের সরকার, শ্রমিক, শ্রমিক সংগঠন, ট্রেড ইউনিয়ন, সুশীল সমাজ ও বেসরকারি খাতকে সম্পৃক্ত করে আন্তর্জাতিকভাবে প্রচলিত শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের অধিকার সুরক্ষায় কাজ করবে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, যারা শ্রমিকদের অধিকারের বিরুদ্ধে যাবেন, শ্রমিকদের হুমকি দেবেন, ভয় দেখাবেন, তাদের ওপর প্রয়োজনে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
সিপিডি সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান এ বিষয়ে বলেন, আমাদের তাদের বিষয়টিকে অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত। তারা যে উদাহরণটি দিয়েছে, সেটার প্রেক্ষিতে আমারা যদি কোন ধরনের আইনি প্রয়োগ, শ্রমিক অধিকার ও সুরক্ষা দিতে ব্যর্থ হয়ে থাকি, তাহলে এই বিষয়গুলোকে অনেক বেশি যে গুরুত্ব দিতে হবে।
এমন সময়ে বিষয়টি আলোচিত হচ্ছে, যখন নানা সূচকে কিছুটা আশঙ্কায় পুরো অর্থনীতি। রপ্তানিতে আয় হচ্ছে না প্রত্যাশা অনুযায়ী। প্রবাসীরাও টাকা পাঠাচ্ছেন না পর্যাপ্ত। এর বিপরীতে ব্যয়ের চাপ বেড়ে যাওয়ায় অব্যাহতভাবে ক্ষয় হচ্ছে বিদেশি মুদ্রার মজুদ। পাশাপাশি ২০২৩-এর প্রথম নয় মাসে যুক্তরাষ্ট্রও বাংলাদেশ থেকে পোশাক কেনা কমিয়েছে ২৩ শতাংশ।
বিজিএমইএ সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, যুক্তরাষ্ট্র ব্যবসায়ী অংশীদার ও বন্ধু রাষ্ট্র হিসাবে বন্ধুকে রক্ষার জন্য এমন উপদেশ দিতেই পারে এবং সেই অনুযায়ী আমরা কাজও করি।
তৈরি পোশাকের জন্য এককভাবে রপ্তানির বড় গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র। যদিও সেই বাজারে ১৬ শতাংশ পর্যন্ত শুল্ক দিয়ে ব্যবসা করতে হয় উদ্যোক্তাদের।