এশিয়া কাপে বাঁচা মরার লড়াই। সুপার ফোরে অবশ্য বৃষ্টির চোখ রাঙানি ছিলই। কুশল মেন্ডিস শ্রীলংকার আকাশ থেকে মেঘ সরিয়ে দেন অসাধারণ ব্যাটিং করে (৮৭ বলে ৯১ রান)। ফাইনালে ওঠার জন্য দুদলের জন্য ম্যাচটি অলিখিত সেমিফাইনালে পরিণত হয়। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বেরসিক বৃষ্টি বাগড়া দেয়। ফলে ম্যাচটির দৈর্ঘ্য কমে নেমে আসে ৪২ ওভারে। টস জিতে আগে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ৮৬ ও ইফতেখার ৪৭ রান করেন। পাকিস্তান ৪২ ওভারে তোলে ২৫২ রান। পাতিরানা ৩ উইকেট নেন। জবাবে শ্রীলংকা কুশল মেন্ডিস ও সাদিরা সামারা উইকমারার দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় তুলে নেয়। তৃতীয় উইকেটে ১০০ রানের জুটি ছিল। ৪৮ রানে সাদিরা আউট হন। আশালাঙ্কা (৪৭ বলে ৪৯ রান) জয় নিশ্চিত করেন। ২ উইকেটের জয় লঙ্কানদের (২৫২/৮)। ১৭ সেপ্টেম্বর ভারত ও শ্রীলংকা এশিয়া কাপের ফাইনাল খেলবে এই কলম্বোয়।
শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে বিদায় করে ফাইনালে শ্রীলঙ্কা
আজনিউজ২৪ :
0 Views